উত্তরদিনাজপুর

মনোনয়নপত্র জমা দিতে এসে দুস্কৃতীদের দ্বারা অপহৃত এক নির্দল প্রার্থী

আগামী ১৪ মে উত্তর দিনাজপুর জেলার ২৭ আসন বিশিষ্ট রায়গঞ্জ পুরসভার নির্বাচন হতে চলেছে । সেই মতে ইতিমধ্যেই শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নমিনেশন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া ।  মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এসে দুস্কৃতীদের দ্বারা অপহৃত হলেন রাজু পাল নামে এক ব্যাক্তি। এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা শাসক দপ্তরের সামনে থেকে ব্যাপক পুলিশি ঘেড়াটোপের মধ্যেও কিভাবে অপহৃত হলেন নির্দল প্রার্থী রাজু পাল, এই নিয়ে প্রশাসনিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরেই বিশাল পুলিশ বাহিনী সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌছায়। অবহৃত রাজু পালের ভাই টোটন পাল পুলিশের কাছে অভিযোগ করার পরেই পুলিশ তাকে উদ্ধারের জন্য জোড় পুলিশী অভিযান শুরু করেছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা যায় নি। রাজুবাবু ১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন মঙ্গলবার। সেই সময় ঘটে এই ঘটনাটি।